বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম

রংপুর টাইমস :

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনে আমি এনসিপির পক্ষ থেকে সকল শহীদ ও আহতদের স্মরণ করছি। আমাদের যে দাবি ছিল, বিচার, সংস্কার ও নতুন সংবিধান— এই তিনটি দাবি আমি আবু সাঈদের কবর থেকে পুর্ব্যক্ত করছি। আমাদের একটা নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধানের দিকে যেতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন যে, হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল, তারা ঘরে ফিরে গিয়েছে; তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের করব থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবো। আমরা বাংলার তরুণ ছাত্র-জনতা শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমরা ৩ আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণ, শ্রমিকদের সঙ্গে নিয়ে ঢাকায় ঢুকবো এবং আমদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ- সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT