শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

চার গ্রামে পাঁচ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ,বিদ্যুতের দাবিতে মানববন্ধন

চার গ্রামে পাঁচ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ,বিদ্যুতের দাবিতে মানববন্ধন

 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের ৫ গ্রামের মানুষ ৫ দিন ধরে
পল্লী বিদ্যুৎ না পাওয়া ওই এলাকার শত শত মানুষ বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেন।

রোববার (২ জুন) সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ-১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ আঞ্চলিক সড়কে এলাকাবাসীর আয়োজনে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুল হক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাণিসম্পদ চিকিৎসক মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আবুল হোসেন, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ শুকুর উদ্দিন প্রমুখ।

এ মানববন্ধনে যোগ দেন ১নং মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ইটাপোতা, কুরুল, কর্ণপুর, বুমকা এলাকার স্থানীয় ১ হাজারের অধিক কৃষক ও পল্লী বিদ্যুৎ গ্রাহকসহ সর্বস্তরের জনগণ।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে প্রায় ৫/৬ দিন ধরে বিদ্যুৎ নেই। এর আগে বিদ্যুতের ব্যবস্থা ভালো ছিল। হঠাৎ করে আমাদের গ্রাম অঞ্চল বিদ্যুৎ থেকে বঞ্চিত করেছে। পল্লী বিদ্যুতের লোকজনকে বললে তারা শুধু তালবাহানা করে।

বক্তারা আরও বলেন, আগামী ১২ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক না করা হয় তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি দিব।

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, অনেক এলাকাবাসী আসছে বিদ্যুৎ এর অভিযোগ নিয়ে। তারা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না। আমরা পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি যেন সঠিকভাবে বিদ্যুৎ পায়।

তিনি আরও বলেন, আমার ইউনিয়ন পরিষদটি পল্লী বিদ্যুৎ এর সংযোগ রয়েছে। কয়েক দিন থেকে বিদ্যুৎ না থাকায় সেবা গ্রহীতারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক আবদুল হালিম জাগো নিউজকে বলেন, ‘ঝড়ের কারণে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ দিল।

তিনি আরও বলেন,ওই এলাকার লাইন দ্রুত মেরামত করে আজ দুপুরের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT