শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

চরের মানুষদের কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

চরের মানুষদের কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রামে :

গত বছরের বন্যা ও নদী ভাঙনে নতুন চরে বসতি গড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরবাসী। খেয়ার আলগা আর পোড়ারচর একত্রিত এখন। এবারের সাম্প্রতিক বন্যায় আবারও নিমজ্জিত আর বিপর্যস্ত হয় এ চরের মানুষ।

এমন সময়ে পবিত্র ঈদুল আজহা আসলেও এই চরে কোরবানী দেয়ার মতন সামর্থবান কোনো পরিবার নেই। বন্যার সংবাদ সংগ্রহে গেলে বন্যার কষ্টের পাশাপাশি আসন্ন ঈদে কোরবানী দেয়ার আকুতি জানান সংবাদকর্মীদের কাছে চরবাসীরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব জানান, বিষয়টি কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়। পরে জেলা প্রশাসকের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গরু কেনা হয়েছে। গরু পছন্দ করেছেন পোড়ার চরের ৫জন মুরব্বি। তাঁদের গরুর হাটে নিয়ে আসলে তারাই গরু পছন্দ করে চরে নিয়ে গেছেন।আগামীকাল ঈদের নামাজ শেষে হবে পোড়ার চরে কোরবানী।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মপুত্রের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরভগবতীপুর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আইরমারীর চর-এ কোরবানির ব্যবস্থা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT