শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দূর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় কন্ট্রোল রুম চালু

কিশোরগঞ্জে দূর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় কন্ট্রোল রুম চালু

মাফি মহিউদ্দিন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় কন্ট্রোল চালু করেছে উপজেলা প্রশাসন।

 

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের তরফ হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়- আট অক্টোবর হতে তের অক্টোবর ২০২৪ পর্যন্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য যে কোন প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারীতে একটি নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ০১৭৬৪৪৫১০৪৬ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

 

কিশোরগঞ্জ উপজেলায় এ বছর এক শত কুড়ি টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সকল ধরণের প্রস্তুতি প্রশাসনের আছে। উপজেলা প্রশাসনের তরফ হতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। তিনি আরও জানান- শারদীয় দূর্গাপূজা উৎসবে আইন শৃংখলা রক্ষায় সেনাবাহিনীর টহল টিম সার্বক্ষনিক মাঠে টহলসহ র‌্যাব-বিজিবি-পুলিশের স্ট্রাইকিং ও মোবাইল টিম থাকবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম কাজ করবে। আরও থাকবে আনসার ভিডিপির সদস্য ও স্বেচ্ছাসেবক দল।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT