বিনোদন ডেস্ক:
বলিউড তারকা আলিয়া ভাট এরইমধ্যে নাম লিখিয়েছেন হলিউডের সিনেমায়। এবার জানা গেল নতুন এক তথ্য। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের মতো আলিয়াও খাতা-কলমে ভারতীয় নাগরিক নন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে আলিয়াকে হলিউড তারকা গ্যাল গ্যাডট প্রশ্ন করেন, ‘তিনি কি ব্রিটিশ?’ তারই উত্তর দিতে গিয়ে ‘হ্যাঁ’ বলে সম্মতি প্রকাশ করেন আলিয়া। বলেন, ‘ভারতীয় নই, আমি ব্রিটিশ নাগরিক। আমার মায়ের জন্ম বার্মিংহামে, যদিও আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি।’
এ সময় গ্যাডট তার কাছে জানতে চান, ‘উনি (আলিয়ার মা) আপনার সঙ্গে সারা জীবন আপনার ব্রিটিশ ইংরেজিতে কথা বলেছেন?’, আলিয়া উত্তর দেন, ‘আমার দিদা সারাজীবন ইংল্যান্ডে ছিলেন তাই আমার দিদার মধ্যে ব্রিটিশ ইংরেজি উচ্চারণই থেকে গিয়েছে।’
আলিয়া অভিনীত হলিউড সিনেমাটির নাম ‘হার্ট অফ স্টোন’। এতে গ্যাল গ্যাডট, জেমি ডরনানদের সঙ্গে পর্দা ভাগ করেছেন আলিয়া। ওই ছবির প্রচারণা মূলক অনুষ্ঠানেই এ ব্যক্তিগত তথ্য জানান আলিয়া।
এদিকে বলিউডে মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে তার বিপরীতে দেখা গেছে রণবীর সিংকে। ছবিটি নির্মাণ করেছেন করণ জোহর। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরেছেন করণ।