রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।। রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। তবে বিজয় দিবসের কোন কর্মসূচীতে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির কাউকে অংশ গ্রহণ করতে দেখা যায়নি।
উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন, রাজারহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি, সামাজিক ও পেশাজীবি সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে। তবে আওয়ামীলীগ বা এর অঙ্গ সংগঠন কিংবা জাতীয় পার্টির নেতাকর্মীদের কাউকে কোন কর্মসূচীতে অংশ গ্রহণ করতে দেখা যায়নি।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা ছোলায়মান সরকার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওঃ কফিল উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস, জাতীয় নাগরিক কমিটির নেতা খন্দকার আরিফ সহ অনেকে।