শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

শনিবার থেকে বড়পুকুরিয়ায় খনিতে কয়লা উত্তোলন বন্ধ

শনিবার থেকে বড়পুকুরিয়ায় খনিতে কয়লা উত্তোলন বন্ধ

রংপুর টাইমস:

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাময়িক বন্ধ হচ্ছে কয়লা উত্তোলন। শনিবার (৩০ ডিসেম্বর) খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। খনি কর্তৃপক্ষের প্রচেষ্টায় ৫০ হাজার মেট্রিক টন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে।

এরমধ্যে ওই ফেইজে কয়লার মজুদ শেষ হয়ে যায়। এতে নতুন ১২০৯ নম্বর ফেইজে ৩০ ডিসেম্বর থেকে যন্ত্রপাতি স্থাপন কাজ শুরু হবে। ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। খনি কর্তৃপক্ষ আরও জানায় নতুন এ ফেইজে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।

 

অপরদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহর জন্য কোল্ড ইয়ার্ডে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। যা দিয়ে আগামী তিনমাস তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল থাকবে। বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩-৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT