শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে দিনব্যাপী গণঅনশন ও গণ অবস্থান পালন

লালমনিরহাটে দিনব্যাপী গণঅনশন ও গণ অবস্থান পালন

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলে নির্বাচনী প্রস্তুতি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মসূচি শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্বরে পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া লালমনিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

এ সময় তারা তাদের বক্তব্য বলেন,
২০১৮ সালে জাতীয় নির্বাচনী ইশতেহারে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলাপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।

গণ অবস্থান ও গণ অনশন কর্মসুচিতে সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, সদর উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক জীবন রায়,পৌর শাখার আহবায়ক বিপ্লব কুমার রায়, যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্পাদক অতনু রায় তুফান সহ ছাত্র, যুব ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT