শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

লালমনিরহাটের নাশকতার অভিযোগে যুবদল নেতা আটক

লালমনিরহাটের নাশকতার অভিযোগে যুবদল নেতা আটক

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়ন যুবদল সহ-সভাপতি রাসেল মিয়া (২৮) কে বাজার থেকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে আটককৃত যুবদল নেতাকে লালমনিরহাট আদালতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে মানিক বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত রাসেল মিয়া উপজেলার চলবলা
ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকার মৃত আঃ বাছেদ আলীর ছেলে।

রাসেল মিয়া চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হিসেবে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাসেল মিয়ার বিরুদ্ধে অবরোধের নামে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি,রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী শ্লোগান,নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর বলেন, সরকারের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করে যাব। কোনভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যাবে না। আমরা এ সরকারের পতন জন্য সব সময় আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত। যুবদল নেতা রাসলকে আটকের তীব্র প্রতিবাদ জানাই।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির যুবদল সহ-সভাপতি রাসেল মিয়াকে নাশকতার অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT