শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

রাজারহাটে মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালিত

রাজারহাটে মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

রাজারহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি,রাজারহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও পেশাজীবি সংগঠন গুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।

 

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আসসার ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড সহ অন্যান্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী,বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।

 

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT