শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

বুড়িমারী স্থলবন্দর কালীপূজা উপলক্ষে দুই দিন আমদানি রপ্তানি বন্ধ

বুড়িমারী স্থলবন্দর কালীপূজা উপলক্ষে দুই দিন আমদানি রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি,লালমনিরহাট।

  1. লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজায় ২ দিন বন্ধ থাকছে। এসময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

শনিবার   (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বুড়িমারী স্থলবন্দর ২  দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় দুই দিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা পূর্বে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর রোববার ও সোমবার দুই দিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সকল প্রকার ব্যবসায়ী কর্মকান্ড বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে উভয় দেশের স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকি (পুলিশ ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘কালীপূজায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে।এতে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।‘

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT