পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষে মতবিনিময় এবং সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদে হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
এসময় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিশে^শ^র চন্দ্র বর্মন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদার রহমান, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তরুন কুমার রায়, সাধারণ সম্পাদক, রুহিদাস চন্দ্র বর্মণ, পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজরুল রশিদ মুকুল, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ওসি তদন্ত সেলিমুর রহমান প্রমুখ।
সভায় উপজেলার ৯০টি পূর্জা মন্ডপের মধ্যে ৩৮টি মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা, নামাজের সময় গান-বাজনা বন্ধ রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।