শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

পাটগ্রামে তুরস্কের দাতা সংস্থা টিকার মাধ্যমে অসহায়রা পেল খাদ্য সামগ্রী 

পাটগ্রামে তুরস্কের দাতা সংস্থা টিকার মাধ্যমে অসহায়রা পেল খাদ্য সামগ্রী 

রংপুর টাইমস :

লালমনিহাটের পাটগ্রাম উপজেলার তুরস্কের সরকারি দাতা সংস্থা তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি টিকার মাধ্যমে অসহায়রা পেল খাদ্য সামগ্রী।

 

শনিবার( ১৬মার্চ) দুপুর দুইটায় পাটগ্রাম উপজেলার বাউরা উচ্চ বিদ্যালয় মাঠে ২৫০ গরীব পরিবারের মাঝে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত টিকা (TIKA) কো-অর্ডিনেটর শেভকি মেরত্ বারিস, ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মেত আলি আরমায়ান, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কম্পিউটার প্রকৌশলী জনাব ইফতেখার হোসেন, বাউরা ইউপি চেয়ারম্যান জনাব রাবিউল ইসলাম মিরন ও স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খাদ্য সামগ্রীর এই কার্টুনে TiKA এর লোগো From the heart of Turkish people লিখিত এই প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, বিস্কুট, বুট, খেজুর ইত্যাদি দেয়া হয়।

 

উক্ত অনুষ্ঠানে টিকা প্রতিনিধিরা বলেন “এগুলো আপনাদের জন্য এই রমজানের উপলক্ষে উপহার এবং দুই দেশের ভালবাসার উপহার “।

 

এর আগে সকালে তারা হাতীবান্ধার বড়খাতায় বাংলাদেশ তুর্কি টেকনিক্যাল ইন্সটিটিউটের ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT