শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

তারাগঞ্জে মাঠ দিবস ও সমলয় চাষাবাদের ধান কর্তনের উদ্বোধন

তারাগঞ্জে মাঠ দিবস ও সমলয় চাষাবাদের ধান কর্তনের উদ্বোধন

দিপক রায়, নিজস্ব প্রতিবেদক :

কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরের আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয় চাষকৃত রোপা আমন ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের হাজীপুর গ্রামে সোমবার দুপুরে উদ্বোধনী উপলক্ষে মাঠ দিবসের আয়োজন করা হয়।

তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উর্মি তাবাসসুম ও অতিরিক্ত কৃষি অফিসার ধীবা রানী রায়।

আলোচনা সভায় বক্তারা মাঠ দিবসে উপস্থিত কৃষকদের কাছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের নানাবিধ সুবিধাজনক বিষয় তুলে ধরেন।

এম.এফ/রংপুর টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT