শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভ‚মিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করেন তারাগঞ্জ উপজেলার দমকল বাহিনীর সদস্যরা।

 

এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানার সভাপতিত্বে একটি র‌্যালী বের করে তারাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভ্যাটেরিনারি সার্জন আব্দুল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল হক সরকার, সহ-সভাপতি রবিউল হাসান রিপন, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জলিল, জনস্বাস্থ্য অফিসার নাসির ইকবাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT