শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

চাকরী জীবনের শেষ দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাকরী জীবনের শেষ দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিপক রায়, নিজস্ব প্রতিবেদক :

 

রংপুরের তারাগঞ্জে চাকরী জীবনের শেষ দিনে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

 

উপজেলার সয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) দীর্ঘ ৩৬ বছরের চাকুরী জীবন শেষে অবসরজনীত ছুটিতে যান তিনি। সরকারি চাকরীতে কর্ম জীবনের শেষ দিনে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হতদরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। সয়ার ইউনিয়নের ফরিদাবাদ আশ্রয়ণ প্রকল্পে অর্ধ বেলা এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন তিনি।

 

সয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, আজ (মঙ্গলবার) আমার চাকরী জীবনের শেষ দিন। তাই আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র ও অসচেতন জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলাম। অবসরে থাকা অবস্থায়ও আমি আমার নিজস্ব অর্থায়নে এইসকল স্থানে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT