শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

অবরোধের দ্বিতীয় দিনে সতর্ক অবস্থানে পুলিশ,সাভারে দুটি বাসে আগুন 

অবরোধের দ্বিতীয় দিনে সতর্ক অবস্থানে পুলিশ,সাভারে দুটি বাসে আগুন 

নিউজ ডেস্ক :

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় রাজধানীতে যান চলাচল বেড়েছে। বেড়েছে মানুষের চলাফেরাও।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড, সাদ্দাম মার্কেট, শনির আখড়া, রায়েরবাগ ঘুরে দেখা গেছে, গতকালের চেয়ে বেশি গাড়ি চলাচল করছে। বাস স্টপেজগুলোতে মানুষের আনাগোনাও ছিল বেশি।

যানবাহন সংকটে মানুষ ভোগান্তিতে পড়েছে এমন চিত্র দেখা যায়নি। বরং রায়েরবাগ বাস স্ট্যান্ডে কিছু বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, মিনিবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে।

এদিকে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে দুটি বাসে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। এসময় দুজন আটক করেছে পুলিশ ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT